T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় অমিতাভ ভৌমিক

পৌষের সেকাল একাল

পার্বণ

কুয়াশা মোড়া পৌষী ভোরে
গোকুল পিঠে, চন্দ্রপুলী
জমাট বাঁধা ক্ষীর সায়রে নারকেলী পুরে পাটিসাপটা
নলেনগুড়ের সুবাস মাখা
লালচে পায়েস মায়ের আদর
কাউন্টডাউন চলত তখন
আসছে কবে সংক্রান্তি।
যখন তখন রান্নাঘরে
যেতাম ছুটে অমোঘ টানে
জড়িয়ে ধরে হঠাৎ মাকে
‘দাওনা মাগো একটু কিছু’
কপট ধমক
‘জ্বালাস নাতো কাজের সময়…
মিলতো গালে ঠোঁটের পরশ
হাতে একটু কিছুমিছু।
দিনগুলো ঠিক লুকিয়ে আজো
ধূসর স্মৃতির চিলে কোঠায়।

পার্বণী

সময় অনেক পেরিয়ে গেছে
শীতের রুটিন এখন কেমন
বুড়ি ছোঁয়া আসা যাওয়া।
‘পিঠে পার্বন’ তকমা আটা
চটকদারি মেলার স্টলে
ল্যামি টিউবে নলেন গুড়
ব্র্যান্ড বাজারে পিঠে পায়েস
হয়ে গেল কমোডিটি।
ঘুম চোখ খুলে স্বপ্ন ভোরে
সোহাগ করে জড়িয়ে ধরে
কাঁধে ঠোঁটের পরশ মেখে
আবদারী মন আলতো করে
‘করবে একটু সময় পেলে
পিঠে পায়েস যা মন চায়’
নীরবতার খোলস খুলে আধুনিকা আড়মোড়া ভেঙে
এ পাশ ফেরে বাহুডোরে
‘সোনা! তুমি না! সুইগী আছে .. ”
সময় যেন থমকে দাঁড়ায়,
ভালোবাসার ওম এ তেতে
ক্ষণিক সুখের শীতের আমেজ
আমি পাটিসাপটা, ও চন্দ্রপুলি।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।