অ আ ক খ – র জুটিরা

খুব ক্লান্তির রাতে আকাশ বেয়ে যখন বৃষ্টি নামে, চারিদিকের দমকা হাওয়া কখনো বা নিশ্চুপ টুপটাপ। তবুও বৃষ্টি তো বয়ে যায়। রাতের আকাশে মেঘ করলে কালো হয়না বরং লাল হয়। যেন আদুরী সেই মেয়েটা যে অল্প দুঃখ তেই কেঁদে কেটে লাল হয়ে গেছে। তাও যেন তাকেই মোহময়ী লাগে। যেমন আকাশ যতই বৃষ্টি হয়ে ঝরুক না কেন, বৃষ্টির পর তো প্রকৃতি সুন্দর হয়ে ওঠে। তাই অভিমানী সেই মেয়ে কাঁদতে কাঁদতে লাল হয়েও যেন অদ্ভুত লাস্যময়ী হয়ে ওঠে। যাকে ছোঁয়ার সাধ্য আর কারুর থাকে না। যেমন বৃষ্টির পরের প্রকৃতি যেন একটু বেশিই সুন্দর….
অনিন্দিতা ভট্টাচার্য্য