লোভ
সুচিন্তার সুষমা নয়, পরোপকারের প্রবণতাও উধাও পুরোপুরি
মরে পচে অদৃশ্য সৌহার্দ- সহনশীলতা
নেই মুগ্ধতা মানবতায়, প্রণয়ে- প্রার্থনায় আমাদের কারো আর
আনন্দের সাথে সুন্দরের সহমরণ, ভালোর ভেগে যাওয়া
বন্ধুত্ব- বিশ্বাসে ফাটল আর গর্তের গৃহস্থালি
জাদুঘরে জমা স্নেহ- মমতার মাধুর্য, স্পর্শের আবির রাশি রাশি
মগজে মগজে এখন লোভের কারবার, হাতিয়ে নেয়ার পাঁয়তারা
দুরভিসন্ধির সাম্রাজ্য রক্ত কণিকায়, জিহ্বা জুড়ে
জিঘাংসার দাপাদাপি
আমাদের ভুবন ভোলানো দৃষ্টিতে দুর্বিনীত লোভের লাভা
লাগামহীন লোভ মানুষকে অমানুষ করছে, বর্বর বানাচ্ছে
প্রাণ ও প্রকৃতিকে বিপন্ন করছে ক্রমাগত
মানুষ শয়তান ছিল
আরো সাচ্চা শয়তান হচ্ছে, লোভ নোংরামিতে ডুবে যেতে যেতে