সম্পাদকীয়…নাকি!

প্রেমময়ী বিলাপ
এক পরন্ত বিকেলের ক্লান্ত দিনের শেষে তোমার সব ব্যস্ততা দূরে রেখে চুপটি করে এসে বসো আমার পাশে। কোন এক তেপান্তরের একটি মাত্র শিমূল গাছের নিচে বসে তুমি আমি চোখ মেলাবো দূরের ওই রাঙা সূর্যের দিকে। সামনে দিয়ে বয়ে যাওয়া ছোট্ট স্রোতহীন নদীটার কল-কল শব্দ বুঝিয়ে দেবে এখনও সম্পর্কের পলেস্তরা পুরোপুরি খসে পড়েনি, জীর্ণ হয়নি অনুভূতিরা।
ক্ষণিকের এক মৃদু বাতাস টুপ-টাপ করে ঝরিয়ে দিয়ে যাবে কয়েকটা লাল শিমূল। আমি অবশ্য সেদিকে খেয়াল না করেই, চোখ নিবিষ্ট রাখবো দূরের ওই রাঙা সূর্যের ঝুপ করে ডুবে যাওয়ার অমলিন কৌশলে। চারিপাশের মিঠে রোদেরা সমস্ত আলো নিভিয়ে কি করেই যে গভীর অন্ধকার রচনা করে.. !
তুমি সন্তর্পনে তুলে নেবে একটা শিমূল, মনের অজান্তেই তার স্থান হবে আমার খোঁপার কোন এক কোনে। পলকহীন দৃষ্টি ছাপিয়ে গিয়ে তোমার হাতের কোমল স্পর্শ ছুঁয়ে যাবে আমার হাতে। এক চকিতের সেই স্পর্শ গুলিয়ে দেবে আমার জমানো সমস্ত হিসেব।
সমস্ত অবহেলা, না পাওয়ার হিসেব ভুলে গিয়ে ওই একটা… ওই একটাই দিন সযত্নে তুলে রাখবো মনের খাতায়….. ।
অনিন্দিতা ভট্টাচার্য্য
(সহ সম্পাদক)