ক্যাফে কাব্যে অঞ্জন বল

নীল নদ শুকিয়ে যায়
ভোকাট্টার ঘুড়ি ধরতে কাড়াকাড়ি দৌড় ,
কতদিন ধুলো মাখোনি তুমি
ডাংগুলির ডান্ডা গুলি ডাগ্গিলের কৈশোর ?
ফাতনায় চোখ রেখে অপেক্ষায় সুদূর
তালপুকুরে ছিপ ফেলেছ সারা দুপুর ,
তখন ছিল ফুটবল পিটিয়ে কাদা মেখে
বাড়ি ফেরা ,
ইট সাজিয়ে উইকেট — ক্যাম্বিসের বলে
ক্রিকেট খেলা ।
তোমার অপত্য স্নেহরা আজ আর
কৈশোর যাপনে নেই —
নির্মাণ কোষ এখন প্রাচীরের ঘেরাটোপে ,
জানালার গরাদের ফাঁকে মুঠো আকাশ
মুঠোফোনের পর্দায় বেকসুর মেতে ।
শতাব্দীর বড় হওয়া বেড়ে ওঠা নয়
নভোচারী কিশোর আকাশেই বড় হয় —
জীবন এক উড়ান ।
শস্যের অবাধ ভূমি বসতির হাড়-মাস
চোখের ত্রিমাত্রিক সেলুলয়েড
শেকড়ের গভীরে এক নির্মান বিটপ ।
যে পর্ণমোচী বেনুবনে পাতা ঝরায়
চিরহরিৎ সবুজ সৌষ্ঠবে
মন্বন্তর ফিরে আসে ,
যে কিশোর চৌকাঠ থেকে
আকাশ দেখে , উড়ে যেতে চায়
নিচে তার ঘোর অন্ধকার জমা হয়
নীল নদ শুকিয়ে যায় ।