রাত্রির নামার নেপথ্যে ঠিক এরম ভাবেই গ্রাস করে নিস্তব্ধতারা। সঙ্গে জুটির বন্ধন গড়ে অন্ধকার। ঠিক হারিয়ে যেতে যেতে একবার সমস্তটার হিসেব কষে নেওয়ার মত। ভাঙা আর গড়ার খেলায় কার জিত বেশি কার হার কতটা। গরমিল হওয়ার অবকাশের সুযোগ না দিয়েই আবার শুরু করি নতুন হিসেবের খাতা।
ঠিক এরকমই, হ্যাঁ ঠিক এরকমই এক রাত্রির মোহনায় যখন হিসাব কষতে বসবো জীবনের তখন আকাশে ভাসবে দরবারী মেঘেরা। যেন আমার সাথে তালে তাল মেলানোর অপেক্ষায়। জলের ঠান্ডা হাওয়া সিক্ত করবে আমায়। পাশে থাকবে এক বিশ্বস্ত হাত। যদিও বা সেও তার হিসেব কষতে ব্যস্ত, শেষ যোগ-বিয়োগে যদি হিসেবের খাতার মিলযোগ তৈরি হয়!
এরম ভাবেই কেটে যায় হিমযুগ। সেই নদী অতিক্রান্ত করে চলে একের পর জীবনতরী। কি সুন্দর তাদের সাজগোজ, কি মনমুগ্ধকর বৈঠা। এই চাকচিক্যের তকমাই আবারও টেনে নেয় এক নতুন পথে। যেখানে হিসাবের খাতা বন্ধ করে হাতছানি দেয় আরও এক নতুনের সন্ধানে।
সেই হাতছানি যেন উপেক্ষা করা দায়। ভাবার আর করার ব্যবধানে কখন যে সেই বিশ্বস্ত হাত, হাতে হাত রেখে এগিয়ে যাবে সেই নতুন হাতছানির দিকে!
আরও মাইল মাইল হিসেবের মিলনে..