অ আ ক খ – র জুটিরা

কখনো মনে হয় কি হচ্ছে কেন হচ্ছে বোঝা দায়। তবুও ঠিক ঘন মেঘের মাঝে এক চিলতে উকি মারা সূর্যের রোদের মত মনে হয়। সবকিছু ভুলের মধ্যেই ওই এক চিলতে আলোরাশিই যেন ঠিক। সব ছাপিয়ে এগিয়ে নিয়ে যায় সামনের দিকে। সেদিনের বৃষ্টি তে থাকে না কোন অভিমান বরং সব ফেলে মনে হয় দৌড়ে যাই। ঝোরে পড়া বৃষ্টি ফোঁটার মধ্যে আরও একবার খুঁজে নি নিজেকে। ঘুছিয়ে নি আরেকবার। ফেলে আসা ভুল কে ছেড়ে আশ্রয় নেওয়াই যায় নতুনের আপেক্ষিকতায়। যেন সেটাই সত্যি। সব সত্যি….
অনিন্দিতা ভট্টাচার্য্য