প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

কষ্টকাঁথা
মরে যায় স্বর্ণাভ শিশিরগুচ্ছ রোদের আঁচড়ে-কামড়ে
পাতা ও পালক ভাসে, বিষণ্ণ বাতাসে-কুয়াশায়
ঝরে পড়ে ত্বকের লাবণ্য, পলেস্তরার মতো ঝুরঝুর
সন্ধ্যার সুড়ঙ্গে ঢুকে পড়ে উজ্জ্বল দিন, অকস্মাৎ
কালের কর্কশ ঘর্ষণে, ধীরে ধীরে
ক্ষয়ে যায় স্বরের সন্মোহনী শক্তি, নাভিমূল-স্তনের উচ্ছাস
নিতম্বের নান্দনিকতা।
ছিনিয়ে নেয় বেঁচে থাকার বিশ্বাস ও অহংকার, সময় সন্ত্রাসী
শূন্যতার সেপাই করে কুচকাওয়াজ
পড়ে থাকে স্মৃতির সেলাই করা কষ্টকাঁথা, এখানে সেখানে।