কবিতায় পদ্মা-যমুনা তে আবদুল বাতেন (গুচ্ছ কবিতা)

১। আত্মোপলব্ধি

এ কেমন কসাই অন্ধত্ব আমার দৃষ্টিশক্তি কেটে ফেলছে
যে আমি
মানুষের অসহনীয় অশ্রু ও রক্তধারা দেখতে পাচ্ছি না!
কবে থেকে
বর্বর বধিরতা দখল করছে আমার শাণিত শ্রবণশক্তি
যে আমি
শুনতে পাচ্ছি না আর অনাথ- অসহায়ের আর্তচিৎকার।

কী দ্রুত দুর্বিষহ বোবা হয়ে যাচ্ছি, প্রতিদিন- প্রতিক্ষণে
যে আমি
উচ্চারণ করতে পারছি না প্রলয়েও, স্লোগানের স্বরলিপি!
কবে থেকে
পচে যাচ্ছি আপাদমস্তক, মুখোশ ও অভিনয়ের আড়ালে
নষ্ট হয়ে যাচ্ছি
অতৃপ্তির ইমারতে, বিষাক্ত বিত্ত আর ক্ষমতার হিংস্রতায়।

মানব সমাজে জন্ম নিলেও, হাতপাঅলা মানে মানুষ নয়
ভাঙতে ভাঙতে
গড়তে, আগুনে ঝলসে যেতে যেতেই মা- নু- ষ হতে হয়।

২। স্বপ্নের অপর নাম

এই মিথ্যার মৌসুমে, তোমাকে কোথায় রাখি- সততা, সুন্দর?
কিভাবে ধরে রাখি- সাধারণ, সুষমা?
এই মূর্খের মজলিসে তোমাকে কোথায় জ্বালি- সুশিক্ষা, শিখা?
তোমাকে কোথায় পাই- মাধুর্য, মমতার?
ভুয়া এবং ভণ্ডদের রাজক্তে কিভাবে পুষি- আদর্শ, আলো?
কে বাতিল করছে- ত্যাগের মহিমা?
মুখোশের এই মিনারে কোথায় উড়াই- পতাকা, পবিত্রতার?
কিভাবে আঁকি- মনোহর, মানচিত্র?

এই ইতরের দেশে তোমাকে কোথায় লালন করি- প্রগতিপদ্ম?
কোথায় জুটবে- ঠিকানা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের?
দানবের দুঃশাসনে তোমাকে কোথায় রাখি- মুকুলিত মানবতা?
কে ছিনতাই করছে- ন্যায়বিচার, নীলাকাশ?
ঘৃণার দারুণ এই দহনকালে কোথায় রাখি- পল্লবিত প্রেম?
হারাচ্ছে কোথায়- আলিঙ্গন, ঊষা। চুমুচন্দ্রিমা।
কোন ছুঁ মন্তরে অদৃশ্য করে রাখি বুক তোলপাড় করা তোমাকে?
যে তুমি স্বপ্নের অপর নাম।

৩। মানুষ যেভাবে বাঁচে

মানুষ এভাবেই বাঁচে- ধড়ফড়ে, ধড়ফড়ে!বিষাদ বিষপানে
কান্না কনসার্টে ভিজে একা নির্জনে
মানুষ ঐভাবেও বাঁচে- আনন্দে আকডুম বাকডুম সেজে
দশদিকে মেলে জ্যোৎস্নার ডিজে

মানুষ এভাবেই বাঁচে- কষ্ট করতালিতে ঢেকে যেতে যেতে
হতাশা হর্ষধ্বনিতে ভেসে যেতে যেতে
মানুষ ঐভাবেও বাঁচে- সুন্দরের স্লোগানে, শান্তির পায়রা উড়িয়ে
শত্রুর দিকে ভালোবেসে দু’ হাত বাড়িয়ে

মানুষ এভাবেই বাঁচে- অবিরল রক্তক্ষরণে, বুকের ও পিঠের
গাঢ় চুম্বনে চকচকে ছুরি ও চাবুকের
মানুষ ঐভাবেও বাঁচে- ফাগুন গানে, শিমুল রেণুর ছোঁয়ায়
দেহমন দ্বিধাহীন দেয়া এবং নেয়ায়

মানুষ এভাবেই বাঁচে- নতমুখে নিরাশায়, দীর্ঘশ্বাসে ভেসে
খুন হয়ে, গুম হয়ে নগ্ন ইতরের দেশে
মানুষ ঐভাবেও বাঁচে- বিদ্রোহে বিক্ষোভে আগুনে ঝাঁপিয়ে পড়ে
পাঁজরে প্রতিরোধের দুর্গম দুর্গ গড়ে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।