কবিতায় বলরুমে অমিত বাগল

স্টেট-অফ-আর্ট

অমিত বাগল

কবিতা শোন,রুপাই চলে যাবে

আসবে। আবার আর আসবেও না—
সকালের ঘনঘোর ভলভোয় উঠে দুপুরে কবিতায়…

দূর কী দূরের চেয়েও দূর !
আর কে আমার কবিতায় কুঁচির-কাজ ধরে দেবে,বল্—

আজ প্রায়র রিজাইন
আজ বড় বেশী বড়সর ডে-স্কলার খুকুমনি

দেন সাহেব প্রোটকল মানবেন,জানিরে—
আমার আজ ডালরুটি উঠলোনা মুখে,পিডিএফ স্ক্রোল ক’রে ক’রে

তার বেলা !

কোথায় আমি ভাবলাম,কী সুফল,কী সফল QA-টি আমাদের আনন্দ আর আনন্দময়ীর মাঝে–

ওদিকে জ্যোৎস্নালোকে বিজনেস সামিট…

আর কোথায় তোর সুইচ আর হাইক আর হাইক-জামানায় “সবখানেতে ঘর”

আমি তার কী জানি

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।