গ্র্যাফিক্স আর শব্দের জাল বোনার কর্ম ব্যস্ততার ফাঁকে হৃদয়পুঁথির পাতায় জীবনের ধারালো কলমের আঁচড়। রক্ত গড়িয়ে গেলে কবিতারা আসে।
স্বপ্নিল বর্ণালী
আলোর পরশে
সুখের হরষে
স্মৃতি জড়ানো
দিনের শেষে
আনমনা আমি
অরূপ আভায়।
আলো ঝলমলে
নীল আকাশের
দিনটা আমার
হারিয়ে যাবে
চিরতরে নিকষ কালোয়
লক্ষ তারার ঝাড়বাতি
ঠিকই উঠবে জ্বলে
মায়াবী রাত
এক ফালি চাঁদ
এ এক অন্য জীবন
কেউ সুখ সায়রে
নাইতে নামে
কেউ পেয়ালা ভরা
নেশায় শুধু প্রহর গোনে
এই ছায়াপথ
ঠিক পেরোবো
তুমি আমি
পৌঁছে যাব
রাত্রি দিনের
সন্ধিক্ষণে
পথ চেনাবে
তোমায় আমায়
সেই ধ্রুব তারা
নীরবে নিভৃতে
সঙ্গোপনে।