সোনালি বেলায় গোধূলি আলোতে কনে দেখে ফেরা হাজারও যাযাবররা। সমুদ্র আর নদীর মোহনায় চুমু খেয়ে যায় সহস্র বালুরাশি। কখনও বা উকি মারে লাল কাঁকড়ার দল। ঠিক তখন ঈশান কোন বেয়ে সূর্য্য অস্তাচলের পথে ডুব দেয়। ওপর কোন থেকে হালকা হালকা মুচকি হাঁসে চাঁদ। কি অপরূপ যেন সেই পরিবেশ, একদিকে আলোক রাশি মুছে যাওয়ার অন্ধকার আর অন্যদিকে অন্ধকারে রচনা টিমটিমে আলোদের। ঠিক পৃথিবী সৃষ্টির আদিম লগ্নে গড়ে ওঠে মায়াবী সমুদ্র। ঠান্ডা হতে হতে ঘনীভূত হয় জলরাশির….
ঠিক কতটা, কতটা ঠান্ডা হলে তৈরি হয় জলের হাঁসি?