কবিতায় স্বর্ণযুগে অমিত বাগল

আমার আকাশ-নেবুলা
আমি পারবো—
পারবো না সন্ধ্যামালতী হতে দুঃসহ কাঁটাবনে ?
আমাকে যে সারাবেলা
অ্যাতো হারতে শেখালে
এই ধনে ধনী-সদাগর…
পরাজয়ে পরাজয়ে মিস্টিমুখে ফুটে উঠবে
আমার সন্ধ্যার পিদিম
তোর ফাটা ফাটা মুখের রোয়াকে
২
দিও
সে নিঃসাড় জয়—
তোর চোখে ফুটে আছে আমার নেবুলা
নেবুলার জলাশয়ে রামের পুজোর নীলফুল
পদ্মে কালিনাগ…
আর কাকে বলি জয় !
হুল্লোর জয় নয়
তীরন্দাজ ; মায়ের আকাশ কালো হয়ে যায় যদি