চারটে অক্ষরের সমাবেশ হলেও, গভীর মানে বহন করে এই ‘সম্পর্ক’। মাঝের যুক্তাক্ষর এর মতই ফাঁকের অবকাশ রাখে না। একের পর এক ঘনিয়ে ওঠা প্রত্যয়। একটু বেসামাল হলেই সৃষ্টিছাড়া। তবুও কোন এক মায়ার টানে সবাই জড়িয়ে যায় এই মোহে। কেউ কেউ খুব দক্ষ হয়ে ওঠে আবার কেউ হারিয়ে যায় অতল সমুদ্রে।
তারপরেও এই অমৃতের হাতছানি উপেক্ষা করে কার সাধ্য! জেনে বুঝে করে যেতে হয় ভালোবাসার উপাসনা। কিছুটা পাওয়া ও কিছুটা হারানোর আশায়। কখনো বা আবার নতুন করে বেঁচে ওঠার আশায়!
সম্পর্ক যেমন বাঁচতে শেখায় সেরকমই মরতেও শেখায়। শুধু দেখে বুঝে এগোতে হয়। কিছুটা সাবধান বাণী কিছুটা ভুল পদক্ষেপ। দুইয়ের সমন্বয়ই বড় কঠিন। তবুও সবাই করে বিষ পান। হয়তো দিনের শেষে গিয়ে এই বিষেই মেলে অমৃতের সন্ধান। কেই বা বলতে পারে….