কবিতায় বলরুমে অমিত বাগল

আভা

নিরবধি চলাচলে কোথার সূর্য গিয়ে কোথায় যে ঢলে

প্রিয় যাওয়াদের কাঁধ দিয়ে দিয়ে
আমার যাবার বারে

গোধূলি-কাজলের রেখাটির আভা দিও টেনে

মহা-ভারতের দেশ আমাদের

ছুটে কি আসেনি তীর
ভাই-এ ভাই-এ এতো বিষ জমে বাণে !

জমে না অপার–

মিলনে মৃত্যুরোধ,

বুক থেকে টেনে তুলে
যদি দিতে পারি বিষ-তীর

যদি দেখি
যেনো দেখি—

জেগে ওঠে চির-আভাটির আভাটিতে দেশ

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।