অ আ ক খ – র এর জুটিরা

জীবনের দোদুল্যমান স্রোতে ওঠা পড়া লেগেই থাকে। সেখানে দাঁড়িয়ে বলিষ্ঠ হাতে বৈঠা বওয়া টাই হলো একপ্রকার চ্যালেঞ্জ। কখনো স্রোতের বিপরীতে তো কখনো তার তালে তাল মিলিয়ে। সবটাই সম্ভব যখন নিজের পাশাপাশি সহযোগীরাও কর্মঠ হয়। টালমাটাল অবস্থা থেকেও ঘুরে দাঁড়ানো যায় এক মসৃন সমতলে। নোঙর ফেলা টাও আরেক আর্ট। অদূর ভবিষ্যতে কোন খাতে বইবে স্রোত সেখান থেকে নৌকা আদেও ফের চলমান হবে কি না! সবকিছু নিয়েই জীবন। শুধু ব্যালেন্স করাটাই হলো ক্ষমতা।
অনিন্দিতা ভট্টাচার্য্য