হৈচৈ কবিতায় অচিন্ত্য বন্দ্যোপাধ্যায়

বরষায় ভরসা
একটু আগেও যে আকাশ ছিল
গাঢ় নীল মাখা নদীর জলের মতো
কোথা থেকে কালো মেঘ এসে
ঝমঝম জলে ভিজে গেল অবিরত ।
গাছেদের সেকি খুশির ঝিলিক মুখে
পাতারা খুশিতে ডগমগ হয়ে গেল
শুকনো মাটি তো আবিরাম ভিজে
একরাশ আশা বুক ভরে এঁকে নিল।
বীজেরা তাদের বুকের ভিতর থেকে
মাথা তোলবার ঝুঁকি নিল খুশি হয়ে ,
নদী ভরা জল দুকূল ছাপিয়ে তার
আষাঢ় আসার খবর এনেছে বয়ে ।।