প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউ ইয়র্ক)

১| তোমার নাম
লায়লা তোমার নাম, আমার এবাদত
মেটাতে খিদে
মন মসজিদে
জিকিরের মতো জোয়ার ডাকে সতত
লায়লা তোমার নাম, আমার এবাদত
শরাবান তাহুরা তোমার নামের চেয়ে
সুপানীয় নয়
সুস্বাদুও নয়
মান্না- সালওয়াও হররোজ হাতে পেয়ে
পারিজাত বড় নয় তোমার নামের চেয়ে
লায়লা তোমার নাম, দিবালোক ছড়ানো
সুরমা মাখা আঁখি
তিল আতরে মাখামাখি
দুঃস্বপ্নের মাঝে স্বপ্নকে অবিরাম জড়ানো
লায়লা তোমার নাম, দিবালোক ছড়ানো
২| বহুদিন
বহুদিন কথা হয় না আমাদের
মানে তোমার সাথে আমার…
বহুদিন বৃষ্টিফুল ফোটে না, এখানে
পাতাদের হাততালি নেই, হাওয়ায়
বহুদিন থেকে বেঁচে নেই, আমি আর