কবিতায় অমিত বাগল

নবীনতা

দ্যাখো,কাকে আমি এনেছি এখানে
তোমার গাছে-গাছে পাতা বেজে ওঠে

পাতায় আলোক ধরে

আলোয় লেগে রইলো তেমন অশ্রুকণা
চিরপ্রেমিকের মতো,

ভালোবাসা যাকে ছুঁলো, ভালোবাসা কার সে বিরহ…

এও নবীনতা,সে আমার প্রতিদিন বেড়া-বাঁধার লোক।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।