অ আ ক খ – র এর জুটিরা

যুগ-কলিযুগ
আকাশ জুড়ে ভেসে বেড়ানো,
সাদা মেঘেদের বানভাসি
কিংবা চারিদিক ছড়ানো মাঠ জুড়ে
কাশ ফুলের রাশি,
গল্প লিখে দেয় হাজারও অপু-দুর্গার।
ছুটে চলা দূরে ওই রেলগাড়ি,
দিয়ে যায় হাজার অজানার পারি।
কিন্তু সব কাশ ফুলের ফাঁকে কি আর রেলগাড়ি ছুটে চলে! না আজকাল সেই আগ্রহ আছে রেলগাড়ি দেখার। এযুগে সবকিছুই যেন বড্ড সহজলভ্য। হাই লাইফস্টাইল। স্টেটমেন্ট সবকিছুই চোখ ধাঁধানো। শুধু মাঝখান দিয়ে হারিয়ে নিটোল আনন্দ। সেই প্রাণখোলা শৈশব। আজ আর কোন অপু দুর্গা নেই যারা এখন আর প্রায় মাইলের পর মাইল দৌড়ে সেই উত্তেজনা নিয়ে রেলগাড়ির কুঁ ঝিক ঝিক শুনতে আসে না। ঐযে এযুগে সবকিছুই যেন বড্ড সহজলভ্য।