“গান ভালোবেসে গান” সংখ্যার কবিতায় আলো বসু
গানের রাজা কাঙাল কিশোর
আশ্চর্য! কত দরজায় কড়া নেড়েছ একদিন
ভেতর থেকে মনের মতো কেউ খুলে দেবে বলে
আর এই তো হেথায় কুঞ্জছায়ায়
–তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাবো!
ভাবো, এমন ভাবে সুর লাগালে
পুরনো মদের ঘোরে বুঁদ হয়ে থাকা নেশা
জমে ওঠে আরও!
তারপর সেই কত কী রয়েছে লেখা
কাজলে কাজলে!