অ আ ক খ – র জুটিরা

পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যাবে হিমশীতল প্রেমের জোয়ার।
তেমনই নাম না জানা এক আলাপি সুর দুলিয়ে যাবে রডডেনড্রনদের।
এরকমই বসন্ত-বিলাপী এক বিকেলে হাতে হাত ছুঁয়ে গেছিল..
পলকহীন দু-জোড়া চোখ এঁকে ছিল হাজারো স্বপ্নের কাটাকুটি খেলা।
ঠিক যেন মোহময়ী নেশার ঘোর চারিপাশে।
আজ আবার চোখে চোখ নিবিষ্ঠ করবে দুটি তারা,
হাতের স্পর্শ, মনের মিলন…
মর্মভেদী অবিচ্ছেদ্য দুটি হৃদয়।
অনিন্দিতা ভট্টাচার্য্য