প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

তোমাকে, তরুণ
পাশে দাঁড়াও –
কালো কাপড়ে চোখ-মুখবাঁধা শিশু ও নারীর
হাতের সাদা ছড়ি কেড়ে নেয়া অন্ধ বধির বৃদ্ধের
হাত ধর-
যার ঘর ছেড়ে বেড়িয়ে গ্যাছে আলোর উৎসস্থল
যার দৃষ্টি থেকে খসে গ্যাছে সুখস্বপ্নের আলপনা
তুলে ধর –
কান্নার কনসার্টে ভেসে যাওয়া আনন আকাশ
ধ্বংসস্তূপে ঢেকে যাওয়া অচেনা দেহ দেবালয়
তরুণ, তুমি
মানুষের দুঃখ – শোকে টিনের চশমা পরে থেকো না
চষিও না চৌদিকের অজুহাতের অলিগলি – রাজপথ।