অ আ ক খ – র জুটিরা

কোন এক এরমই মোহময়ী বিকেলে হাত হাত রেখে প্রতিশ্রুতির বন্ধনে আবদ্ধ হয়েছিল যারা। ঠিক সময়ের ভারে নুইয়ে পড়েছিল সেসব দল ছুটের প্রতিশ্রুতিরা।
আবার অন্যদিকে তাকালেই দেখা যায় বিনা মায়ায় জোট বন্ধনে রয়ে গেছে যারা। তাদের ঘিরেও বড় হয়েছে কিছু বটগাছের শাখা প্রশাখারা। সময়ের তটে আজ তারাও জরাজীর্ণ। কিন্তু ফেলে আসা সেই রঙিন বিকেল আজও ডেকে ডেকে ফেরে সব সেই অমোঘ টানে।
ছেড়ে গিয়েও বেঁচে ওঠার এক গভীর রসায়ন। ঠিক প্রকৃতির মতোই। হাজারও সোনালি বিকেলের পর যেমন একদিন ঠিক ঘনীভূত হয় কালো মেঘেদের ছটা। চারপাশ নিস্তব্ধ হয়ে ঝমঝম ছলাৎ। মান-অভিমানের পালা খান্ত হয়।
সম্পর্ক ও ঠিক এমনই এক মায়ার বন্ধন। যেখানে চাই অদম্য জেদ। ঠিক চলে গিয়েও বাড়ে বাড়ে ফিরে আসা যায়। প্রতিটা নুইয়ে পড়া দায়িত্বের ভার আলগা করে এগিয়ে গেলেই হয়। যেখানে বৈধ অবৈধ সব সম্পর্কই বাঁধা পরে গভীর ভালোবাসায়। ঠিক যেমন গঙ্গার মোহনায় শান্ত হয় স্রোত। ঠিক একই ভাবে প্রকৃতির মেলবন্ধনে দূরের ওই বটগাছের ছায়ায় আরেক খুঁজে ফিরুক সেই সোনালি বিকেল গুলো।
অনিন্দিতা ভট্টাচার্য্য