কবিতায় পদ্মা-যমুনা তে আবদুল বাতেন

তারুণ্যের তরঙ্গ
তুমি কেঁদে উঠলে
নেচে উঠে পাড়া- প্রতিবেশী, আনন্দবানে
কুহুতান ঢেউ তোলে বজ্রাহত বনে বনে।
তুমি ভেঙে পড়লে
গান গেয়ে উঠে প্রাণসখা, ব্যাকুল বসন্তে
মিলন মেলা বসে রংধনুর, পুব দিগন্তে।
তুমি হেরে গেলে
প্রাণে প্রাণে আলপনা, পহেলা বৈশাখের উৎসব
বিশ্বজয়ের গৌরবে বোবারও আজব কলরব!
তুমি মুছে গেলে
হাততালি, হাসাহাসি, উষ্ণ আলিঙ্গন- পরস্পরে
চাটনি, চুমুর। ফুলশয্যার সুষমা ঘরে ঘরে।
বিরোধীতা, বর্বরদের
দলিয়ে দু’ পায়ে দানবীয় আঁধার এবং আতঙ্ক
টেনে নিয়ে যাও তুমি তারুণ্যের তরঙ্গ।