অ আ ক খ – র জুটিরা

জীবনের সাথে সময় মেলানোটা আজ বড্ড কঠিন হয়ে পড়েছে। অবসর সময় ঠিক কোনটা বা কতটা সেই হিসেব বেমানান আজ। সময় এর তাল মেলাচ্ছে আজ ব্যস্ততা। হঠাৎ কালো মেঘে আকাশ ঢাকলে এখন আর সময় হয়না দু-মিনিট জানলার ধারে দাঁড়ানোর। নিঝুম দুপুরের মত কখন যে ঝুপ করে বৃষ্টি এসে ভিজিয়ে যায় শহরকে আজ আর সেসব অনুভূত হয় না। আরামদায়ক জমাটি ঠান্ডা ঘরে বসে শুধু কানে দু-কলি এসে পড়ে ব্যস্ত শহরের কলকলানি কিংবা তুমুল বৃষ্টিতে ভেজা কার্ণিশের টুপটাপ বৃষ্টি ফোঁটা।
অনিন্দিতা ভট্টাচার্য্য