দিব্বি কাব্যিতে অতনু ভট্টাচার্য

মানুষ কেমন আছে 

মানুষ কেমন আছে ?
ভেসে ভেসে সে কোথায় যায়,
কি বা পায়,
কতটা হারায়,
.       ভাসছে প্রদীপ…

বিকেলবেলার রোদে
বেদনার মতো শুধু বাজে
হাহাকার
অনেকখানি সে
.       আমিও শরিক

‘মানুষ কেমন আছে’
মাঝেমাঝে জানতে চাই

মাঝেমাঝে খালি শিহরণ !

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।