অ আ ক খ – র জুটিরা

বড্ড বেহিসেবি
সময়ের খাতা বড্ড তাড়াতাড়ি বুড়িয়ে যায়। সেই কিশোরিবেলা এখন ডানা মেলেছে যৌবনের কাঠগড়ায়। গড়াতে গড়াতে জীবন ঠিক বয়ে যায় নানা খাতে। কখনো ভালো কখনো বা মন্দ। বিভিন্ন চড়াই উতরাই কিংবা সমতল। সবটা যে সবসময় সঠিক হয় এমনটাও নয়। অথবা সবকিছু নেওয়ার ক্ষমতাও সবার থাকে না। তথাপি পরিস্থিতির জটিলতা ভুলে এগিয়ে যেতে নতুনের ঠিকানায়। বড্ড বেশি মায়াবী হয়ে পড়লে পিছুটান জড়িয়ে ধরে আষ্টেপৃষ্ঠে। ফেলে আসা ভুল-চুক কিংবা না পারা সবকিছুকে ভুলে সুদূরপ্রসারী ভাবনাচিন্তা করতে পারাটাই হলো জীবনের আরও এক নতুন অধ্যায়। যেটা সবসময় হয়ত সম্ভব হয় না। তবুও এগিয়ে যেতে হয় বলা বাহুল্য যেতেই হবে। এইসবকিছু যখন গুটিয়ে নিতে নিতে হাঁপিয়ে উঠি, তখন বড্ড টানে ওই খোলা বারান্দা। সবকিছু ফেলে তখন গিয়ে দাঁড়াই দক্ষিণের ওই খোলা বারান্দায়।
হঠাৎ করেই রবীন্দ্রনাথের ‘বোঝাপড়া’- র লাইনটা বড্ড মনে দাগ কাটে-
“ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে”।