প্রবাসী মেলবন্ধনে আবদুল বাতেন (নিউইয়র্ক)

পদ্য নয় গদ্য গুচ্ছ
ক. ভিজি, তোমার খোলা পিঠের পূর্ণিমায়
মিহি মিহি পশমের স্পর্শে অকস্মাৎ
বিস্ফোরণ ঘটে বোবা বারুদের!
খ. তোমার ভোর ডাকা ভ্রুর নড়াচড়া
বান্দর নাচায় আমাকে
মার্শাল ল, যেখানে পারে না সামান্য সরাতে।
গ. টুথপিকে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে ফেলার মত
ভুল করে ভালোবাসা নয়
দাঁতের ফাঁকে কামড়ে থাকা খাদ্যকণা এমন।