কবিতায় পদ্মা-যমুনা তে আবদুল বাতেন

মি যখন আমার ক্ষুধা ক্ষুরের কথা বলছি
আমি যখন আমার ক্ষুধা ক্ষুরের কথা বলছি-
যাঁতা যাতনায় কাতরাচ্ছি
আপনারা ফুলের মিষ্টি হাসিতে ভিজে যাচ্ছেন
অথই আনন্দে গড়াগড়ি খাচ্ছেন
রোদেলা স্তন চুষছেন তখন, ফাগুনের।
সস্তা শ্রম এবং বেকারত্বের কথা যখন জাবর কাটছি-
জীবন যুধে রক্তপাতে ভেসে যাচ্ছি
রিমঝিম বৃষ্টিতে আপনাদের অন্তর পেখম মেলছে
হিমেল হাওয়ায় তখন জড়িয়ে ধরছেন রংধনু
হুমড়ি খেয়ে চাটছেন, কচি কচি কদম ফুলের রেণু।
আমি যখন রাষ্ট্রীয় সন্ত্রাসের কথা দু:সাহসে বলছি-
বুলেট এবং বুটের অত্যাচার সহ্য করছি
গুম এবং খুনের ভয়ে কাঁপছি
রাত্রির ডানায় জোনাকির মতো ঝাঁকে ঝাঁকে আপনারা
রূপালি ঊরুতে মুখ ঘষছেন, জ্যোৎস্নার।
তিলোত্তমার ঘামের সুঘ্রাণে আপনারা স্বর্গ খুঁজছেন
তলপেটের তিলে জীবনের অর্থ খুঁজে পেয়েছেন।
আমি যখন জীবনের অপমান এবং লজ্জার কথা বলছি-
আপনারা কষে আরও আঁকড়ে ধরছেন
পা চাটা ও লাথি খাওয়া পেশা এবং নেশাকে।