অ আ ক খ – র জুটিরা

আজকে ঠিক কি লিখবো বা কি লেখা উচিত সেটাই বুঝে উঠতে পারছি না। কাল বিকাল থেকে রাত, ঘটিয়ে দিয়ে গেল এক ঘটনা। সত্যি ঘটনাই বটে। স্কুল লাইফ থেকে কলেজ বা তদুর্ধ বয়সেও তার গান যেন ছুঁয়ে যায় মন। বাচ্চা থেকে মাঝবয়সী সকলেই এককথায় ফ্যান তার। গানের জাদুতে মুগ্ধ করে রাখতেন সকলকে। স্কুল লাইফ হোক কি কলেজ ফেয়ারওয়েল টা যেন বড্ড ফিকে তাঁকে ছাড়া। সত্যি মানুষটা যেন একটা জেনারেশন কে মাতিয়ে রেখেছিল তাঁর সুরের জাদুতে। আর সেই গান গাইতে গাইতেই চলে গেল আরও এক সুরের জাদুকর। তবে চলে যাওয়াটা বোধহয় একটু তাড়াতাড়ি হয়ে গেল। তবে যাই হোক তিনি বেঁচে ছিলেন আজীবন তাঁর গানের মধ্যে দিয়ে। আর আগামীতেও সকল মানুষের মধ্যেও তিনি গান দিয়েই বেঁচে থাকবেন।
অনিন্দিতা ভট্টাচার্য্য