কবিতায় বলরুমে আবদুল বাতেন
by
·
Published
· Updated
অহংকার
বুকে বন্দুক ঠেকে ধরলেও ভালোবেসো
ভালোবেসে যাও।
ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে দৃঢ়
মাইনের উপর রেখে দু’পা
নির্দ্ধিধায়, নিঃস্বার্থ
ভালোবেসো, ভালোবেসে যাও।
শিয়রের ‘পরের ছাদ এবং পদতলের মাটি গ্যালেও উড়ে
লক্ষ কীটের কামড়ে আঁচড়ে
ছোবলের সামনে, গোখরোর
প্রতিক্ষণে, প্রিয়জন
ভালোবেসো, ভালোবেসে যাও।
কফ থুতু বমির বানেও
অনন্ত অনুরাগ তোমার অক্সিজেন।
নয়নতারা নিভে যায় যদি
আর না নড়ে ঠোঁট হাত পা
কোন কৌশলে, হৃদস্পন্দন
যতক্ষণ ঢিপঢিপ, ভালোবেসো। ভালোবেসে যাও।
এক জনমে ভালোবাসা ছাড়া
মানুষের কি আছে অহংকারের আর?