|| কালির আঁচড় পাতা ভরে কালী মেয়ে এলো ঘরে || T3 বিশেষ সংখ্যায় অনিন্দিতা ভট্টাচার্য্য

শ্যামার বোল
আকাশ বাতাস জুড়ে উমা বিদায়ের
বেদনা ভুলে,
সুর তুলেছে শ্যামার আগমনী।
অমাবস্যার অন্ধকার আলো করে,
দীপান্বিতা এলো যে ঘরে।
চারিদিকে উজ্জ্বল আলোর ছটায়,
মুছে গেছে সমস্ত গ্লানি।
ঢাকের বোলর তালে তালে
সেজেছে মা রঙের জোছনায়।
তারই আগমনে আজ
মুছে যাক সকল অন্যায়-অত্যাচার।
দুষ্টের দমনে আজ
ঘরে ঘরে জন্মাক
এমনই সব শ্যমারা।