কবিতায় পদ্মা-যমুনা তে আবু আফজাল সালেহ (গুচ্ছ কবিতা)
by
·
Published
· Updated
১| এই তো কবিতা
জেগেথাকা সোনালি চাঁদ
চৈতিফসলের মাঠ—তার বুকে কৃষকের ধ্রুপদী গান
জলাধারের নিটোল জল—পাড়ে বনমল্লিকার ঢেউ
ঝিরিঝিরি বাতাসে ঝিঁঝিপোকার ডাক
সপ্তর্ষি, না না, দয়িতার বর্ধিঞ্চু দৃষ্টি
বাংলার রূপ— অপরূপ; এই তো কবিতা।
এই কবিতার চেয়ে সুন্দর কিছু কি আছে আর।
২| টাকা
আমার সামনে কে যেন টাকা ঝুলিয়ে রেখেছে।
এখন আগের মতো স্বতঃস্ফূর্ত-কথা বের হচ্ছে না
কিছু বলতেও পারি না
মাথা উঁচু করতে পারছি না
‘কে কী বলছে’ তাও শুনতে পাচ্ছি না।
আমার চোখ শুধু টাকার দিকেই
স্নায়ুতন্ত্রও ধাবিত ওই দিকেই;
কলম আর চোখ-স্নায়ুতন্ত্রের ভাষা এক নয়।
৩| অথচ এখানে মানুষ আর মানুষ
কয়েকজন মানুষ বেরিয়ে যাচ্ছে
যেখানে কোনও দেশ নেই
যেখানে মানুষ নেই সেখানে।
এখানে মর্মরপাতাও বিস্ফোরিত হয়
এখানে কিশোরীর নূপুরে বিস্ফোরণ ঘটে
এখানকার কচিঘাসে রক্তের ছোপ।