T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় অশোক অধিকারী

জানালার মুখ
ঠিক কোন মুখটি তোমার,
অনেকগুলি মুখ বারবার শাসন করছে সময়
তর্জনের গভীরে সাংকেতিক বড়ো
মায়াময় আধিপত্যকামী এই রোদ জল হাওয়া,
বিরুদ্ধতা, তুমি শুধু কারো একার নও
মুখের ওপর থেকে মাথা তুলে নিলেও
কাঁচ অথবা শিকারের গুণাবলী আজও
থেকে গেছে আনন্দ যাত্রায়;
ঠিক কোন মুখটি তোমার, জানালা বন্ধ করেও ছায়া হয়ে দাঁড়ায়
কখনো সরে না; সরতেও জানে না
মুখ নয় মুখের ভান করা কাদামাটি
কোনদিন ঈশ্বর হবে এই রত্নাকর।