Cafe কলামে – আত্মজ উপাধ্যায় (পর্ব – ২১)
বিবাহঃ নারী পুরুষের যৌনমিলনের অনুমতি? – ১১
যে কথা বলে আসছিলাম, যে বিয়ে প্রতিষ্ঠানটি আজ একেবারেই অচল, অন্ততঃযারা নিজের স্বার্থ ও বিকাশ নিয়ে চিন্তিত। একটা শিক্ষিত সম্প্রদায়, অতি সচেতন ও আত্মকেন্দ্রিক। শহর অঞ্চলে বা বড় বড় বিখ্যাত মানুষদের কাছে।
দেখবেন যারা শিল্পী, অভিনেতা, সাহিত্যিক ইত্যাদি সাংস্কৃতিক জগতে কাজ করে তাদের অনেকেই একাধিক বিয়ে করে। আনঅফিসিয়ালই যৌন-প্রণয় লিপ্ত থাকে। এটা কোন অভিযোগ আমি করছিনা। কারণ যিনি করেন তিনিই বুঝেন তার কাজের তাগিদ কোথায়। বাকীরা – তাদের সম্পর্কে যারা উৎসাহী তারা মানসিক যন্ত্রণা পায় তাদের মতো একাধিক প্রণয় করতে না পেরে। তারা তখন সমাজ সমালোচক হয়ে উঠে।

Courtesy: India Today