কবিতায় অশোক অধিকারী

প্রতীক্ষা
সহযোগিতা ছাড়া অনেক প্রতীক্ষা
আড়চোখে দেখেই সরে যায়।
কেন এমন বন্ধুত্ব জিজ্ঞেস করলে বলে,
‘ তর সয়না তোমার। বাউন্ডুলে বাতাস তুমি’
ফাঁদের ভেতর দিয়ে যতটুকু দেখা যায়
তার মতো আলস্যে ভরা যাপন।
উপেক্ষা এমনই স্বজন
ভর দিয়ে দাঁড়াতে শেখায় –
কখনও ফেরায় না খালি বুকের স্পন্দন।
একদিন সমস্ত উপেক্ষা ঘেমে নেয়ে
এসে বলবে
’ প্রতীক্ষা শেষ।এই নাও গৌতমীর পায়েস।’