T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় অভিজিৎ অধিকারী

যন্ত্রণাময় উত্তরযুগ
এক ঋতুকাল জুড়ে জলাতঙ্কের আঁতুড়ঘর
চিহ্নদাহ করাও কাঠুরিয়াদের মহাকাশে
যন্ত্রণাময় উত্তরযুগ…
পরজীবীদের শরীর স্থবির হয়ে যাক
মধ্যম জনপদের হাত বাঁধা
কঠিন সময়, ক্ষয়ে হোক নিশাচর।
তারপর দিন হলে, সংঘর্ষ কাটিয়ে উপবাসভঙ্গ
দ্বিপ্রহরব্যাপী ভাত-ঘুম।
বাঁধন-ছেঁড়া তারাখসার মতো
ঠোঁটের উপর ফুটুক কাদুপুল
জানলা থেকেই দুনিয়া,
অস্পৃশ্য মাটির বুকে শুধু দুটি শিকড়