কবিতায় আকবর আলি

শিমূল – পলাশ ও বসন্তের শিহরণ
শীতের শেষে পাতা ঝরে,ফাল্গুনে ফুল ফোটে
বৈশাখ মাসে শিমুল-তুলা, বেরোয় ফল ফেটে ।
গ্রাম্যওমানুষ ক্যালেন্ডারে নাদেখে- করে, তারিখ গণনা
শিমুলগাছে ফুল, তাই ফাল্গুন এর দেন-বর্ণনা ।
ফাল্গুন মাসে ফুলের কুঁড়ি আসে করে সুরভিত
চৈত্রে ঐ উজ্জ্বল রঙের লাল ফুল, হয় বিকশিত ।
শিমূলের ঐ আগমন-বার্তা,অর্থ বসন্ত-ঋতুরাজ
শিমুলগাছের মঞ্জুরিতে কুঁড়ি ফূটলো আজ ।
পলাশও ফোটে বসন্তে অগ্নিসম টকটকে লাল
হলুদও লালচে কমলা, যেন জ্বলন্ত-প্রবাল ।
পলাশের অর্থঃ আনন্দ,বন্ধুত্ব, সক্রিয় ওউদার
ইতিহাস বলে, পলাশের সৃষ্টি ঝাড়খন্ড-বিহার ।
ঝরিয়ে-সব গাছের-পাতা,পলাশ-রাশিরাশি
চোখ জুড়ানো সবুজ বনে, মাঝে পলাশ ফুলের হাসি ।
পলাশ ফোটা বসন্তের দিনে মায়াময় রূপের দান
বসন্তের কোকিলের সুরে, আনে নব- প্রাণ ।
রাস্তা, নদী, বন-জঙ্গল, পলাশে নয়ন-মুগ্ধ
কবির-কবিতার শব্দ-চয়ন হারায় হয়ে রূদ্ধো ।
ফাগুনের উত্তলা বাতাসে পলাশ আনে নবপ্রেমে ।
সারাবছর বিঁধিয়ে থাকে সবার মনের ফ্রেমে ।