T3 ।। কবিতা পার্বণ ।। বিশেষ সংখ্যায় অশোক অধিকারী

শীত শাড়ি
বর্ষার রিফু থেকে বাঁচতে হেমন্তের
হাত সেলাই করা বৃষ্টির শাড়ি পরেছি
ভাঙা সরোদে বেজে যায় অপুষ্পক ধুন
শুঁয়োপোকা রোদ ঢুকেছে গুটি বসন্তে
রেশম শরীর তার তৃতীয় বিশ্বের জমাট বুনন
কুশল বিনিময় শেষে শীতেদের দেমাকি শোষণ
চামড়া গুটিয়ে গেলে প্রলেতারিয়েত চুম্বন
সন্তানের মুখ ধরে পিতার ভঙ্গিমায় ঊষর
চোরা পূর্ণিমায় কোনো আলো নেই
শীতশাড়ি আড়ালে রাখে নরসুন্দর