আমার মনের জানালার ভাঙা কাচ আজও অবহেলিত শুধুমাত্র জোর করে জোড়া লাগানোর অভাবে,
সেই ভাঙার আড়ালে অন্ধকার ঘিরে শুধুই আমার রাত্রিযাপন।
তবু কখনো-সখনো যদি চোখ রাখি জানালায়,
আজও জোনাকিরা ঠিক আগের মতোই আসে আমার অন্ধকার কে আলোর মেলায় ভরাতে।
অভিভূত হয়ে আগের মতোই মেতে উঠি আলোর ঝলকানি তে,
পরক্ষনেই মনে পড়ে সংসার-সংসার খেলতে গিয়েই তো ভেঙে ছিল ওই জানালারা….
আজ আর সেই সুচালো ধারালো সদ্য ভাঙা কাচের মতো ক্ষতিকর নয় সে,
সময় এর ঘষা লেগে লেগে খুইয়েছে সেই ধার..
তবু যদি এক নিমেষের ভুলে হাত পড়ে যায়!
আগের মতো রক্ত বের করতে সক্ষম না হলেও,
আঘাত সে ঠিকই হানবে।
সংসার নামক মিথ্যে কথার জালে গড়ে তুলেছিলাম যেই ঘর,
তা আজ শুধুই জরাজীর্ণ-স্তব্ধ-ভাঙা কাচের মধ্যেই সীমাবদ্ধ।
তবু যদি একবার, শুধুই আর একবার দ্বায়িত্ব নেয় সেই ভাঙা কাচ জোড়া লাগানোর……