সাতে পাঁচে কবিতায় অনঞ্জন

জল আর আলোর সঙ্গম
জল আর আলোর ওই অপরূপ সঙ্গম দেখতে দেখতে
বড় ইচ্ছে হয়- জলের ও ছিপছিপে শরীর ছুঁয়ে দেখি
বৃষ্টি যখন ঝমঝমিয়ে পড়ে জলে- সে এক উৎসব বটে
বৃষ্টিরাঙা জলে এক বাঙ্ময় নশ্বরতা আমার প্রাপ্তি!
মৃত্যুহীন স্বপ্নের রক্তিম আগুন আমি ভালোবেসেছি
আমি যে ভালোবেসেছি সন্ধ্যার বৃষ্টিতে সূর্যের সঙ্গম
বৃষ্টিফোঁটা থেকে ঠিকরে ঠিকরে ওঠা অরুণিমা ঝাপ্টা দেয়
ঝাপ্টা দেয় আমার চোখে, ছিপছিপে অনলা-তন্বীর মতো!
তারপর আসে হাহাকার, আসে দারুন অশান্ত আগুন
সঙ্গম থেকে উঠে আসা তন্বী-শরীর প্রতিশোধে ঝলসে,
তার সূর্য থেকে জ্বলে আগুন, চোখে আকুল অগ্নিশিখা-
জেনো, সে অভিশপ্ত লাবণ্যের আছে নিজস্ব প্রতিশোধ!