কবিতায় অরুণিমা

জল
কেউ কেউ সাহসের গায়ে লিখে রাখে জল,
কেউ কেউ জল বলে জানে শুধু মরু,
অভিমানী জানে জল স্বাদে হয় নোনা
মিলে যায় গন্ধে প্রেমিকের যাওয়া।
কেউ কেউ জীবনের গায়ে লিখে রাখে জল,
বয়ে যায় সেভাবেই বদলে আকার,
জল জানে যদি তাপ, ধোঁয়া হতে হয়
মায়াময় অধরা রূপকথা প্রায়।
কেউ কেউ সংকল্পের গায়ে লিখে রাখে জল
ভেসে যায় লক্ষ্যে বহমান স্রোত,
শীতলতা ঘিরে ধরে যদি উপকূলে
রূপ ধরে কঠিনে সহজে না ভাঙে ।