T3 || কবিতা দিবস || বিশেষ সংখ্যায় অরণ্যানী

ক্লান্ত দু’চোখ
চৈতালী বেলায় রোদ ঝলমল আকাশ।
রোদের আড়ালে মেঘ ছিল লুকিয়ে।
ধীরে ধীরে মেঘ এসে রোদকে গ্রাস করল।
বৃষ্টিধারায় পড়ল ঝরে।
রোদও হার মানতে জানে না।
মেঘ সরিয়ে আবারও উঁকি দেয়।
সুদীর্ঘ এই মেঘ রোদের খেলা দেখতে দেখতে ক্লান্ত চোখ থেকে জল গড়িয়ে পড়ে।
কোনো অনুভূতি জাগে না।
জীবন এগিয়ে চলে।
কে জিতবে কেউ জানে না।
অথবা হার জিতের খেলা চলতেই থাকবে।
ক্লান্ত দু’চোখ আর স্বপ্ন দেখে না।
দৃষ্টিশক্তি ঝাপসা হলে আবারও জল গড়িয়ে পড়বে।