কবিতায় অনিমেষ

শেকল বাহার
ফুরিয়ে এসো অথবা জুড়িয়ে যাও, দেখো ঝিরঝিরে মেঘ, আমার ছাই হয়ে যাওয়া অপেক্ষা নিয়ে আমি এইসব কিছুই বলিনি। তবুও বিষণ্ণ বাতাস টানছো, নেশা দিচ্ছো অতিপ্রাকৃত ঘটনায়। আমি তো চিরকাল পড়ে থাকা এক কোণে চেয়ার। ধুলোবালি ঝেরে, জিরিয়ে আমাকে ছুঁড়ে ফেলাই যায়। কিছু মনে করিনা এখন এত ঝড়ে। শব্দে শব্দে নিহত হই, নির্বাক সংলাপ বেছে নিই। এইসব মূকাভিনয় থেকে কেমন আরও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। তুমি সংবাদ জানো না! তুমি সংবাদ জানোনা! ফকিরেরা চিরকাল ভালবাসা পেলে কুকুর হয়ে যায় আর কুকুরেরা প্রভুভক্ত! আমি তো তবু মানুষ! কোন আঁচলে আমাকে লুকোবে!…