T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় অদিতি

ঈশ্বর
দাগ বেয়ে নেমে এল জল
নাকি জলের গায়ে লেগেছে দাগ
কোন সাধনমার্গ সহজ করবে এ দ্বন্দ্ব?
চোখ রগড়ে রগড়ে
হয়তো বা দৃষ্টি ঝাপসা হলো
অথবা অন্তর্দৃষ্টি স্পষ্ট হলো
এসবে তো ভ্রম ছুঁয়ে আছে!
একে যে ঈশ্বর মেনে চুপ হয়ে আসা,
নতজানু হওয়া…
সে তো সৃষ্টির চিবুকে অনাসৃষ্টির তীব্র চুম্বন।