কবিতায় বলরুমে আশীষ
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ভালো মন্দ—–
ওই পাহাড় চূড়ায় চড়ে
হরেক রকম দ্বীপ দেখা যায়
মানব সাগরে….
কোথাও পুলিশ দেখো মানুষ মারে
নৃশংস অত্যাচারে,
সেই পুলিশ আবার প্রাণ বাঁচাতে
জীবন পণ করে !
মন্ত্রী মশাই আকাশ পথে,
বাঁধ ভেঙে যায় চোখের জলে।
গামছা কাঁধে নেতা দেখো
সেই বাঁধ বাঁচাতে মাটি ফেলে।
মানুষ বাঁচে নতুন আশায়
যদি কখনো সুদিন আসে,
সেই জীবন হঠাৎ শেষ হয়ে যায়
মরণ হাজির তার শয্যা পাশে !
এক নারী, ভীষণ ভালোবেসে
স্বপ্ন দেখায় নতুন ভোরের,
তার জীবনে আর ভোর হয়না,
শুধু রাত্রি যাপন অন্ধকারে !
তাই, পাহাড় থেকে নেমে এস
এই অথৈ সাগরে।
হেথায় ভালো মন্দ দুটোই থাকে,
একই মানব অন্তরে।