ক্যাফে কাব্যে অরূপ

মৃত্যু গান
আমার স্বপ্নে কবিতারা অভিশাপ দেয়,
তুই ভাত পাবি না!আমি বলি তুই এসেছিস তাই
কবিতা মাকড়শার জালের মত বসে থাকে মাথায়।
প্রেমিকার কাছে বিচ্ছেদ পত্রে কবিতা লিখে আসি
জ্বরের ঘোরে অক্ষরদের আওড়ে যাই
মা ,প্রেমিকা কেউ আসে না জলপটি দিতে
কবিতার কাল সাপেরা ফণা তোলে বিধবার সিথিতে,
গলা শুকিয়ে যায় তৃষ্ণায় কেউ দরজা খোলেনা
জন্ম দিনের দিন আমার মৃত্যু দিন হোক
জনতার স্কুটারের চাকা চলুক আমার বুকের উপর
সানাই বাজুক শোভাযাত্রায় সবাই ভুলুক মৃত্যু শোক
ধানখেতে প্রতিদিন মর্গের লাশে শকুনের বনভোজন হয়।