শেষ বৈশাখে খুঁজে পেলাম
ছোট্ট একটা নুড়ি,
জ্যৈষ্ঠতে বয়স ঊনিশ কিম্বা
হয়েছে তখন কুড়ি।।।
আষাঢ়েতে প্রেম ঘন কালো হয়
বর্ষা রানীর সাজে,
শ্রাবনের মন রোদ্দুর পেলে
ভরসা আছে যে কাছে।।।
ভাদ্রতে রোদ কঠোর কঠিন
শুষ্ক দহন তাপে,
আশ্বিনের ঝড়ে আশ্বাস আসে
শিহরণ পরিমাপে।।।
কার্তিকেতে হালকা হাসি
পদ্ম পাতায় শিশির,
অগ্রহায়নে ফড়িং বসে
ভরে নদীর তীর।।।
পৌষটার ও আজ রং লেগেছে
লম্বা বেনুনী চুলে,
মাঘটাও আজ সাজায় তাকে
হালকা কানের দুলে।।।
সবকিছুই শেষ করার আগে
নতুন করে শুরু,
ঠোঁটে লিপস্টিক, তাঁতের শাড়ীতে
বুক করে দুরু দুরু।।।
ফাগুন টারও রং হল লাল,
অশোক, শিমূল, পলাশে,
পুরানো প্রেমিক চৈএটা যে
আজও তাকে ভালোবাসে।।।
এভাবেই যদি ভালোবেসে ডাকো
হোক না সে পথ ঘেরা
তোমাদের কাছেই আসব আবার
আবার হবে তো ফেরা।