কবিতায় উজ্জ্বল চক্রবর্তী

সোহাগ
তারপর কেটে গিয়েছে অনেক সূর্যোদয়, সূর্যাস্ত, মাস-বছর- দিন.…
তুমি নেই,
তবু আছি বহাল তবিয়তে,
বর্ষার বাগানে থোকা থোকা মধু মালতি
পাতায় জেগে বৃষ্টির জল..
মরিচের গন্ধ, ক্রিয়াশীল গুপ্ত বিদ্যা,অখন্ড প্রেম সকলই দিব্যি জীবিত।
যদিও ধিরে ধিরে বয়েসের রেখা স্ফীত হচ্ছে
তবু জীবনের আয়োজনে জেগে উঠতেই পারে কোমল প্রেম,
ডুবলেও নতুন করে জেগে ওঠে–
একথা ছোট থেকে সূর্যই আমাদের শিক্ষা দিয়েছে।